রবিবার, ১১ আগস্ট, ২০২৪
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারন করে আগামী ৩০—৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর ম্যারিল্যান্ডের হোটেল হিল্টন গেইদারসবার্গে এই সম্মেলন অনুষ্ঠিত হবে মেরিল্যান্ড ফোবানা। এতে মূল অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি,উন্নয়ন, ইমিগ্রেশন, জাদু, প্রবাস ও নতুন প্রজন্ম বিষয়ক বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ বলেন, আমাদের সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৩টি স্টেট থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।
তিনি বলেন আমাদের মনন ও চিন্তায় সবসময়ই প্রিয় বাংলাদেশ। দেশের শুভ সংবাদে আমরা আন্দোলিত হই। মঙ্গলের জন্য প্রার্থনা করি। প্রবাস থেকে লাখ লাখ ডলার পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। শেঁকড়ের টানে আমরা বারবার ছুটে যাই। এ দিশটি ভালো না থাকলে আমরাও ভালো থাকি না। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কয়েক শত শিক্ষার্থী ও সাধারন মানুষ মারা গেছেন। দেশের জানমালের ক্ষতিতে প্রবাসীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা প্রত্যাশা করছি, সবাই সহনশীলতা প্রদর্শন করে একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি বলেন আমাদের মনন ও চিন্তায় সবসময়ই প্রিয় বাংলাদেশ। দেশের শুভ সংবাদে আমরা আন্দোলিত হই। মঙ্গলের জন্য প্রার্থনা করি। প্রবাস থেকে লাখ লাখ ডলার পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। শেঁকড়ের টানে আমরা বারবার ছুটে যাই। এ দিশটি ভালো না থাকলে আমরাও ভালো থাকি না। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কয়েক শত শিক্ষার্থী ও সাধারন মানুষ মারা গেছেন। দেশের জানমালের ক্ষতিতে প্রবাসীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা প্রত্যাশা করছি, সবাই সহনশীলতা প্রদর্শন করে একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।
ঐক্যবদ্ধভাবে ফোবানা আয়োজনের ব্যাপারে শাহ নেওয়াজ বলেন, এটর্নি আলমগীরের নেতৃত্বাধীন ফেবানার সাথে ঐক্য করার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম। তারা এই ঐক্য প্রক্রিয়ায় থাকবেন বলে কথাও দিয়েছিলেন। এ নিয়ে দুবাই ও নিউইয়র্কে কয়েক দফা আলোচনাও হয়েছিল। এখন শনছি, তারা নাকি এ ব্যাপারে আগ্রহী নয়। বাস! ভালো কথা। ্ঐক্যের কথা বলে তারা এক ধরনের চালাকি করেছে। এতে আমাদের কিছু যায় আসে না। খোলা মন নিয়ে যে কারও সাথে আমাদের ঐক্যের দরজা খোলা।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তাদের আয়োজন সফল করতে বাংলাদেশ কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।