নিউইয়র্ক থেকে প্রকাশিত হতে যাচ্ছে আরও একটি সাপ্তাহিক পত্রিকা ‘বাংলা পোস্ট’
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
নিউইয়র্ক থেকে আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। নতুন এই সাপ্তাহিক’র নাম বাংলা পোস্ট।
আর এটি প্রকাশিত হবে প্রতি মঙ্গলবার। গত ৭ আগস্ট নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পত্রিকা কর্তৃপক্ষ।
এ সময় পত্রিকাটির প্রকাশনার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে বক্তৃতা করেন সাপ্তাহিক বাংলা পোস্ট’র চেয়ারম্যান আসেফ বারী, সম্পাদক মন্ডলীর সভাপতি মুনমুন হাসিনা বারী এবং চিফ কো-অর্ডিনেটর সাবাহ বারী।
অনুষ্ঠানে বাংলা পোস্টের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তৃতা করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ,প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান মো: খালেক, গ্লোবাল মাল্টি সার্ভিসেস’র সিইও তারেক হাসান খান,স্টার ফার্নিচার এর সিইও রকি আলিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুন নূর বার ভূঁইয়া, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম,কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকগণ। এ সময় পত্রিকাটির চেয়ারম্যান আসেফ বারী আগামী ১৯ আগস্ট লাগর্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিতব্য প্রকাশনা উৎসবে যোগ দিতে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান।
এ সময় জানানো হয়,বারী মিডিয়ার অধীনে প্রকাশিতব্য এই পত্রিকার দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান আসেফ বারী, সম্পাদক মন্ডলীর সভাপতি মুনমুন হাসিনা বারী, সম্পাদকীয় উপদেষ্টা কাজী শামসুল হক, ব্যবস্থাপনা ও মার্কেটিং পরিচালক সাইফুল ইসলাম,চিফ ইয়ূথ কো-অর্ডিনেটর সাবাহ বারী, ডিজিটাল ও বার্তা সম্পাদক সায়েম শুভ, সহকারী বার্তা সম্পাদক আহমেদ জাবের চৌধুরী এবং ঢাকা ব্যুরো চিফ কাজী রাহাত শামস।
সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।