জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে।
মঙ্গলবার সন্ধ্যায় এই ছুটি বাতিল করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের জন্য বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সাধারণ মানুষদের একাংশ ছুটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ আরেকটি অংশ ছুটি রাখার পক্ষে পরামর্শ দিয়েছিলেন।