মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর নির্বাচনী প্রচারণা কিভাবে জোরদার করা যায়, ভোটারদের বিশেষ করে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোটারদের উপস্থিতি কিভাবে নিশ্চিত করা হয়,প্রচারণার ধরণ, কৌশল, ভোটার রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করা,তিনটি সংগঠন আয়োজিত আগামী নববর্ষ ও বার্ষিক ডিনারের প্রাক প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মুলধারার তিনটি সংগঠনের যৌথসভায়।
গত রোববার নিউইয়র্কের জ্যামাইকার শাহী কিচেন রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত যৌথ সভায় মুলধারার তিনটি সংগঠন নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব-নিউইয়র্ক, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম-এন ওয়াই, নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরাম- এন ওয়াই এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যৌথ সভায় যার যার অবস্থান থেকে কমলা হ্যারিসের প্রচারণায় সর্বোচ্চটা দেওয়ার বিষয়ে ঐক্যমত্য হয়। শুধু তাই নয়, প্রচারণা গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উইমেন ফোরামের উদ্যোগে একটি ফেসবুক গ্রুপ খোলার উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া প্রতি মাসে একটি করে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীতও হয় যৌথ সভায়।
এ সময় নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম বলেন,কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে এটি হবে একটি ইতিহাস। আমরা তাঁকে স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে ইতিহাসের অংশ হতে চাই।
নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের প্রেসিডেন্ট রুবাইয়া রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ এসেছে। আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। এতে নারীর ক্ষমতায়নে বিশেষ সুযোগ আসবে।
নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম বলেন,কমলা হ্যারিস এশিয়ান অ্যামেরিকান। তিনি নির্বাচিত হলে ইমিগ্র্যান্টরা আরও উৎসাহিত হবে। তাই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর জন্য কাজ করতে হবে।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের পরিচালক অধ্যাপিকা হুছনে আরা, রিনা সাহা, সালমা ফেরদৌস, ডালিয়া চৌধুরী, ফিরোজা সাঈদ ও নতুন সদস্য সাবিনা উর্বি এবং নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট শাহ ফারুক রহমান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।