বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
আগামী ১০ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, শুধু কর্মকর্তাই নন তাঁদের পরিবারের সদস্যদের দেশে–বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।
।