বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
‘আমরা কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারি সে বিষয়ে প্রাথমিক ও প্রাক-অনুসন্ধান আলোচনা করেছি। ' এমন মন্তব্য করে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের এই ঐতিহাসিক মুহূর্তে কীভাবে সহায়তা করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।
রোরি জানন, বাংলাদেশে আসা জাতিসংঘের তিন সদস্যের এই প্রতিনিধি দলটি আসলে কোনো তদন্ত দল নয়। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানব। এবং হাইকমিশনারের অফিস কিভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব।’
জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান আরও বলেন, ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয় নিয়েও আমরা আলোচনা করব। মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং হাইকশিনারের অফিস সহায়তা দেবে।