শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শিকাগোতে গত বৃহস্পতিবার রাতে ডেমোক্রেটিক পার্টির ৪ দিনের সম্মেলন শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়।
৫৯ বছর বয়সী কমলা হ্যারিস মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে অসাধারণ পরিবর্তনগুলোর মধ্যে একটি হিসেবে মার্কিন নাগরিকদের ঐক্য ও সুযোগের বার্তা দেওয়ার জন্য প্রেসিডেন্টের সুরে মানুষের মনে ঠাঁই করে নেওয়ার চেষ্টা চালান।
কমলা হ্যারিস তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার অভিযোগও আনেন তিনি।
মনোনয়নপত্র গ্রহণ করে হর্ষোৎফুল্ল জনতার উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘এই ধরণীর শ্রেষ্ঠ জাতি হিসেবে যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, সেই সব লোকের দেওয়া প্রেসিডেন্ট পদের এই মনোনয়ন আমি গ্রহণ করছি।’ নিজের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হবো যিনি যুক্তরাষ্ট্রকে তার সর্বোচ্চ মর্যাদার প্রত্যাশায় ঐক্যবদ্ধ করবেন।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টেরই দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থীতার রেওয়াজ রয়েছে। সেই হিসাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও তাঁর প্রচারণা গুছিয়ে নিয়ে এসেছিলেন। তবে তাঁর বার্ধক্যজনিত সমস্যা, অগোছালো কথাবার্তা ও ট্রাম্পের তুলনায় জনপ্রিয়তা কমে যাওয়ায় নিজ পার্টি থেকে প্রার্থী না হতে চাপ দেওয়া হয়। পরবর্তীতে পরিবারও তাঁকে( জো বাইডেন) একই পরামর্শ দেয়। সবশেষে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে তাঁর সমর্থনের কথা ঘোষণা করেন। পরবর্তীতে ডেমেক্রেটিক পার্টিও প্রেসিডেন্টের সিদ্ধান্তেকে সমর্থন জানায়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।