রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
২০০৩ সালে পাকিস্তানী গ্রেট ইনজামামের দৃঢ়তার কাছে জয়ের খুব কাছে গিয়ে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার আর তা হয়নি।
৫ম দিনে ৯৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে সাকিব-মিরাজের স্পিনে নাজেহাল পাকিস্তান সব কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রান। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান দেখে শুনে খেলে মাত্র ৬.৩ ওভারে দেশকে বন্দরে নিয়ে যান। বাংলাদেশ পায় ১০ উইকেটের এক অবিস্মরণীয় জয়।
এর আগে, ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে, মুশফিক, সাদমান ও মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৫৬৫ রান তোলে বাংলাদেশ। ৩৪১ বলে সর্বোচ্চ ১৯১ রান করেন মুশফিক। ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডকে পুঁজি করেই পাকিস্তানকে সহজে হারাল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।