প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজনে আনন্দের পাশাপাশি ছিল মানবতার জয়গান
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
গত রোববার প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট এসোসিয়শন ইউএসএ ইনক্’র বনভোজন ছিল প্রবাসী নরসিংদীবাসীর এক মিলনমেলা। শুধু তাই নয়,বিভিন্ন জেলার অতিথিবৃন্দের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এই বনভোজনকে করে তুলে সার্বজনীন এক মিলনমেলা।
ছোট, বড় সব বয়সী মানুষের পদচারণায় ওয়েস্টচেস্টারের কটন পয়েন্ট পার্ক ছিল মুখরিত। বিভিন্ন ধরণের খেলা, শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, র্যাফেল ড্র একদিকে আয়োজনকে যেমন আনন্দময় করে তুলে, তেমনি বন্যার্ত মানুষের সাহায্যার্থে যার যতটুকু সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবানও ছিল মর্মস্পর্শী।
এ যেন প্রবাসে থেকেও দেশে থাকা মানুষগুলোর প্রতি এক অসাধারণ ভালবাসার বহি:প্রকাশ।
রোববার সকাল ১০টায় জ্যামাইকা থেকে মেগা বাসে রওনা দেন সবাই । গান,বাজনার তালে তালে আনন্দ করতে করতে সকাল ১১টায় সবাই পৌঁছান কটন পয়েন্ট পার্কে। শুরু হয় নাস্তা পর্ব । নাস্তায় ছিল কলা, ক্রসেন্ট , জুস ও মঝাদার চা ও পানি । আর এসব পরিবেশন করেন সোসাইটির কর্মকর্তা আখতার বাবুল , আমজাদ , সাহাদত , সুলতান , মালেক ও রাশেদভাইসহ আরও অনেকে । চা চক্রের দায়িত্বে ছিল স্পেনিশ মারছোলনো ও ডেবিড ।
সবার নাস্তা খাওয়ার পর দুপুর ১২টা ৩০ মিনিটে প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির এই বনভোজনের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন ঘোষণা করেন ট্রাইবোন ট্রেনিং একাডেমির সিইও, আয়োজনের গেষ্ট অব অনার এম নোমান। উপস্থিত ছিলেন প্রধান অতিথি -সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন ভূইয়া, সংগঠনের সভাপতি মোঃ আখতার বাবুল, পিকনিক কমিটির আহবায়ক-সিনিয়র সহ্- সভাপতি ,কাজী আমজাদ হোসেন যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন ( পরিচালক ),প্রধান সন্বয়কারী ( পরিচালক ) - সুলতান উদ্দিন আহমদ ,যুগ্ন সমন্বয়কারী আব্দুল মালেক, ,সদস্য সচিব মোঃ মুসফিকুজ্জামান ভূইয়া ( ঝন্টু), যুগ্ন সদস্য সচিব মোঃ সেলিম সরকার ( কোষাধক্ষ ) , সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক কাজী মোগল হোসেন , মহিলা সম্পাদক শিউলী আক্তার ,সদস্য - মোঃ শফিকুর রহমান। এ সময় অথিতিদের মাঝে উপস্থিত ছিলেন , বিশেষ অথিতি বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ- সভাপতি মহিউদ্দিন দেওয়ান , সাবেক সমাজ কল্যান সম্পাদক মোঃ তোফায়েল ইসলাম ,সাবেক প্রচার সম্পাদক মোঃ.মফিজুল ইসলাম ভূইয়া ( রুমি) , ( সেলিম- আলী পরিষদের কোষাধক্ষ পদ পার্থী ) , সাবেক কর্মকর্তা আবুল কাশেম ,জ্যামাইকার ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার জনাব ফখরুল ইসলাম দেলোয়ার , জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, বৃহত্তর কুমিল্লা সমিতি সাধারণ সম্পাদক এ বি ছিদ্দিক , নিউইয়র্কের
প্রবীন সাংবাদিক নাজমুল হোসেন, ,আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান,আব্দুল মতিন,খুকী ভাবি,সফিকুল ইসলাম শেখ তুলু ( সাবেক ভাইস প্রেসিডেন্ট - N C C I ),বিশিষ্ট রিয়েলেটর বেলাল আহামেদ বেলাল , মোঃ সেলিম রেজা (Exit গ্রুপ), হাজী সামছুল হোসেন , আমজাদ হোসেন ,সুমন , সোহেল , আশরাফ ভূইয়া ,সাহাদত ,জালাল মাষ্টারসহ আরও অনেকে।
বেলা ১টার পর পরিবেশন করা হয় গরমে প্রিয় ফল তরমুজ। সু- স্বাদু মিষ্টি তরমুজ গরমে আনে কিছুটা প্রশান্তি ।পরিবেশনায় ছিলেন তুলু , সাহাদত, আমজাদ, সোহেল ,মোগল হোসেন ।
এরপর ১টা ৩০ মিনিটে শুরু হয় বাচ্চাসহ সব বয়সীদের খেলার পর্ব । পরিচালনায় ছিলেন সুমন। সহযোগিতীয় ছিলেন জালাল মাষ্টার , আমজাদ , ঝন্টু ,সাহাদত ও সেলিম ।
বেলা ২টা ৩০ মিনিটে বাহারী বাঙ্গালী খাবারে আপ্যায়ন করা হয় উপস্থিত সবাইকে। আর এই মুখরোচক খাবারের স্পন্সর ছিলেন ব্রন্কস’র নিরব রেস্টুরেন্টের কর্ণধার খোকন ভাই।
খাবারের ম্যানুতে ছিল সাদা ভাত , পোলাও , মুরগীর রোষ্ট , গরুর কারী , খাসির রেজেলা , লাউচিংডি , লটিয়া সুটকীর বোনা , সবজি ও সুন্নতি খাবার গোলাপজাম ।পরিবেশনায় ছিলেন মহিউদ্দিন ভাই ,তুলু , কাজী মোগল হোসেন , রাসেদুল হাসান , সাহাদত , আমজাদ হোসেন ও সোহেল , আশরাফ ভূইয়া ,সাহাদত ,সুলতান ও আখতার বাবুল ।
প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির কর্মকর্তারা জানান, এবারের বনভোজনের গোল্ডেন স্পন্সর ছিলেন এইচ এম জামিল । এছাড়া গ্র্যান্ড স্পন্সর ছিলেন শহীদুল আনাম (সিইও প্রান আর এফ গ্রুপ)।প্রান কোম্পানীর সৌজন্যে বনভোজনে চিপস , প্রানের জুস ও মজাদার লিচু পরিবেশন করা হয়।খাবারের পর মুরুব্বীদের মাঝে পান-সুপারী বিতরন করা হয় । পরিবেশনায় ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার । বেলা ৩টা থেকে আমাদের গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসের অত্যন্ত জনপ্রিয় শিল্পী বিউটি কুইন রোকসানা মির্জা, । তাঁর সাথে ছিলেন প্রবাসের আর এক জনপ্রিয় শিল্পী নিপা জামান ও তুহিন আজাদ রুজী। গানে গানে সংগঠনের সকল নেতৃবৃন্দ নেচে গেয়ে উল্লাসে করেন। বিকাল ৫টায় ছিল চায়ের আয়োজন ,ছিল মজাদার ঝালমুডি । পরিবেশনায় ছিলেন সাহাদাত, আমজাদ , রাশেদ , মোগল ও তুলু ।
বনভোজনে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড,অন্ধের পাতিল ভাঙ্গা , দুরত্ব নিক্ষেপ ও বালিশ খেলা । বিকাল ৬ টায় শুরু হয় বালিশ খেলা। পরিচালনায় ছিলেন কাজী আমজাদ , কাজী মোগল , সুমন ,সোহেল , আখতার বাবুল ও তুলু ।
খেলা শেষে সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন চেয়ারম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া । এ সময় তাঁর সাথে ছিলেন সভাপতি আখতার বাবুল , আহবায়ক কাজী আমজাদ , সুলতান উদ্দিন সহ আর ও অনেকে।তারপর সকলের মাঝে ম্যাগাজ্ন " উয়ারী বটেশ্বর " বিতরন করা হয় । বিকাল ৭টায় ছিল খেলাধুলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান । খেলাধুলার পুরষ্কার বিতরন করেন চেয়ার ম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন , সভাপতি আখতার বাবুল , সাধারণ সম্পাদক , কাজী মোগল হেসেন , তুলু ও বেলাল ভাই, কাজী আমজাদ।
সবশেষে ছিল আকর্ষনীয় রাফেল ড্র । প্রথম পুরষ্কার স্বর্নের গহনা বিজয়ী হন দিপু ভাই ও ভাবী । সৌজন্যে ইন্জিনিয়ার মাহফুজুল হক - প্রেসিডেন্ট কুইন্স সোসাল এডাল্ট ডে কেয়ার।
দ্বিতীয় পুরষ্কার ছিল এয়ার টিকেট। আর এতে বিজয়ী হন জে মোল্লা সানি -সাধারণ সম্পাদক জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। আর পুরস্কারের স্পন্সর ছিলেন ফখরোল ইসলাম দেলোয়ার - সভাপতি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। ।তৃতীয় পুরষ্কার ছিল ৬৫" টেলিভিশন । এতে বিজয়ী হন সবার প্রিয় রিমি ভাবী , এর স্পন্সর রিয়েলেটর
মোঃ সেলিম রেজা। চতুর্থ পুরষ্কার ছিল ৫৫ ইন্চি টিভি(সৌজন্যে : মোঃ খোকন- সিইও- নিরব রেষ্টুরেন্ট ও হালাল চাইনিজ ।র্যাফেল ড্রতে ল্যাপটপসহ আর ও ১৫ টি পুরষ্কার বিতরন করা হয় ।সারাদিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন ম্যাগাজিন সম্পাদক কাজী মোগল হোসেন । তাকে সাহায্য করেন সভাপতি আখতার বাবুল ও সুমন ।সব শেষে সভাপতির সমাপনী ভাষনের মধ্য দিয়ে শেষ হয় মনমাতানো এই বনভোজন।