জমকালো আয়োজনে নিউইয়র্কে শুরু হয়েছে ৩৮তম ফোবানা সম্মেলন
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
নিউইয়র্কের লাগুর্ডিয়া ম্যারিয়টে শুরু হয়েছে তিনদিনের ৩৮তম ফোবানা সম্মেলন। বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. নাজমুল হুদা।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল হয়ে উঠে উৎসবমুখর।
নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান এডভাইজার, সম্মেলনের সদস্য সচিব ফাহাদ সোলায়মানের প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মেলবন্ধন তৈরী, প্রবাসে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা, নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার অভিপ্রায়ে এই ফোবানা সম্মেলনের আয়োজন করেছি আমরা।
৩ দিনের অনুষ্ঠানমালা উপভোগ করে সম্মেলনকে স্বার্থক করবেন বলে আশা প্রকাশ করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
সম্মেলনের আহবায়ক আসেফ বারী টুটুল এই আয়োজনের সফল সমাপ্তিতে সকলের সহযোগিতা কামনা করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস’র যোগদানের কথাও ঘোষণা করেন আসেফ বারী টুটুল।
আয়োজকরা জানান, তিনদিনব্যাপী সম্মেলনে থাকছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্টিয়ারিং কমিটির নির্বাহী সেক্রেটারি দেওয়ান এ আজিম জুয়েল, প্রধান উপদেষ্টা ডা. মাসুদুর রহমান,ডা.শওকত আলী, ডা. চৌধুরী সারওয়ার হাসান,তারেক হাসান খান, বাংলা পোস্ট সম্পাদক মুনমুন হাসিনা বারীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।