শনিবার ছুটির দিনে নিউইয়র্ক ফোবানায় ছিল মানুষের উপচেপরা ভীড়
সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
নিউইয়র্কের লাগুর্ডিয়া ম্যারিয়টে চলমান ৩৮তম ফোবানার দ্বিতীয় দিনে মানুষের ছিল উপচেপরা ভীড়। ছুটির দিনে ছোট, বড় সব বয়সী মানুষের পদচারণায় ফোবানা সম্মেলনস্থল ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
বিশেষে করে দেশ ও প্রবাসের সেরা শিল্পীদের পরিবেশনা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।
সম্মেলনের দ্বিতীয় দিন শুরু হয় গ্লোবাল ওয়ার্মিং ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে সেমিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে।
পরে ছিল অতিথিবৃন্দের বক্তৃতামালা। এ সময় সবাইকে স্বাগত জানিয়ে ৩৮তম ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন,আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতি বাংলাদেশ কমিউনিটিকে আরও ভালভাবে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। সম্মেলনের তৃতীয় দিনেও সকলের অংশগ্রহণ আশা করেন গিয়াস আহমেদ।
এ সময় সম্মেলনের সদস্য সচিব, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান এডভাইজার ফাহাদ সোলায়মান, অভিনেত্রী রিচি সোলায়মান এবং বাবু জামানের প্রাণবন্ত উপস্থাপনায় ইমিগ্রেন্টদের আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হওয়ার উপর গুরুত্বারোপ করে বক্তৃতা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. নাজমুল হুদা, নিউইয়র্ক সিটি মেয়রের সিনিয়র এশিয়ান এডভাইজার উইনি গ্রেকু, সিটি মেয়রের চীফ এডমিন ও ফিন্যান্স অফিসার মীর বাসার,ড. শুক্লা, ড. সবুর, ফোবানা স্টিয়ারিং কমিটির নির্বাহী সেক্রেটারি দেওয়ান এ আজিম, প্রধান উপদেষ্টা ডা. মাসুদুর রহমান,বাংলা পোস্ট সম্পাদক মুনমুন হাসিনা বারি, জাহাঙ্গীর আলম, সাহাদাৎ হোসেন রাজুসহ অনেকে।
এছাড়া সম্মেলনে কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস ও এসেম্বলি উইমেন জেনিফার রাজকুমারের পক্ষ থেকে বেশ কয়েকজনের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয়।
পরে বাংলাদেশ সোসাইটির সেলিম-আলী পরিষদের প্রার্থীরা দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে তারা সবার কাছে ভোট প্রার্থনা করেন।
সম্মেলনের নানা আয়োজনের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী আঁখি আলমগীর, প্রতীক হাসান, ত্রিনিয়া হাসান,কালা মিয়া, ক্লোজআপ তারকা শশী, রায়ান তাজ, প্রমি তাজ, নাজু আকন্দ, চন্দন চৌধুরীসহ অনেকে।