মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪
শিল্পীদের সুরের মুর্ছনা, দর্শক-শ্রোতার বাঁধভাঙ্গা উল্লাস আর আয়োজকদের সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হল তিনব্যাপী ৩৮তম ফোবানা সম্মেলন। ছুটির দিন হওয়ায় নিউইয়র্কের লাগুর্ডিয়া ম্যারিয়টের হলরুম ছিল কানায় কানায় পূর্ণ।
সেমিনার,কাব্য জলসা, ফ্যাশন শো, বিভিন্ন ধরণের পসরা নিয়ে সাজানো রকমারী স্টল ও দেশ এবং প্রবাসের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় নিউইয়র্ক ফোবানা’র প্রতিটি মুহুর্ত ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
সমাপনী দিনে শিল্পীদের পরিবেশনাই ছিল বিশেষ উল্লেখযোগ্য। এই দিনে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী বিপ্লব ও বাউল শিল্পী লায়লার পরিবেশনা দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেন। এছাড়া চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, আমানত হোসেন আমানের পরিবেশনা দর্শক-শ্রোতাকে আপ্লুত করে।
সম্মেলনের শেষদিনেও বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী বক্তৃতায় ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, আপনাদের স্বতস্ফুর্ততায় আমরা অভিভূত। তাই আমরা আয়োজকরা ঘোষণা করছি, আগামী ফোবানাও এই নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে। উপস্থিত সকলেই করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানান। গিয়াস আহমেদ তিনদিনব্যাপী এই আয়োজনের সাথে সংশিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় ফোবানা সম্মেলনের সদস্য সচিব ফাহাদ সোলায়মান বলেন, নিউইয়র্কবাসীকে বিনোদন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কতটা পেরেছি এর মূল্যায়ন আপনাদের উপর ছেড়ে দিলাম। ভবিষ্যতে আরও ভাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান এডভাইজার ফাহাদ সোলায়মান।
মিয়া মোহাম্মদ দুলাল ও জাহাঙ্গীর আলম জয়ের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির নির্বাহী সেক্রেটারি দেওয়ান এ আজিম জুয়েল, প্রধান উপদেষ্টা ডা. মাসুদুর রহমান,এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, তারেক হাসান খান, বাংলা পোস্ট সম্পাদক মুনমুন হাসিনা বারী, মিসেস গিয়াস আহমেদ, সাহাদাৎ হোসেন রাজু, দেওয়ান কাউছারসহ বিশিষ্টজনেরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।