মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪
দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ তে সিরিজ জিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২৭৪ রানের জবাবে বাংলাদেশ ২৬২ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ১২ রানের লিড নিয়ে খেলতে নেমে টাইগারদের পেস অ্যাটাকের সামনে ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তানি ব্যাটিং অর্ডার।
পাকিস্তানের এই সহজ টার্গেট বাংলার টাইগাররা মাত্র চার উইকেটের বিনিময়ে স্পর্শ করে ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশের টাইগারদের এই অবিস্মরণীয় জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে তাকে এবং দলের বাকি সদস্যদেরকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মাননীয় উপদেষ্টা বলেন 'সরকার এবং আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত। '
এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ টেস্ট সিরিজ জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন।
সিরিজ জয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরের সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে, তারা দুজনই ভারতে খুব গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতেও টেস্ট জয়ের এই সংস্কৃতি অব্যাহত রাখার চেষ্টা করব।’
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।