বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশকে এগিয়ে নেবার প্রত্যয় উচ্চারিত হলো ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) কনভেনশনে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে লেবার ডে উইকেন্ডে (৩০আগষ্ট—১ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে ম্যারিল্যান্ডের গেইথার্সবার্গস্থ হিল্টন (ডাবল ট্রি) হোটেলে শুক্রবার ৩৮তম ফোবানার উদ্বোধন করেন বাংলাদেশি বংশোদভূত মূলধারার রাজনীতিক ও সিটি অব কলেজ পার্কের মেয়র ড. ফজলুল কবির। এ সময় পুরো হোটেল চত্ত্বরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। ফোবানার হোস্ট কমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির বাবলুর সভাপতিত্বে গত শুক্রবার ৩০ আগষ্ট সন্ধ্যা ৭টায় তিনদিন ব্যাপী ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও প্রেসিডেন্ট ফর গ্লোবাল বাংলাদেশি’স ড. হাসনাত হোসেন এমবিই। গেষ্ট অব অনার ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ৩৮তম ফোবানার প্রানপুরুষ শাহ নেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানার কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন আলী ইমাম শিকদার,ড. আবু জুবায়ের দারা, কাজি শওকত হোসেন আজম, ফিরোজ আহমেদ, রানো নেওয়াজ, সারওয়ার মিয়া, হাদী কাইয়ুম, শরাফত হোসেন বাবু, কবিরুল ইসলাম,ফারুক আহমেদ,নিশান রহিম,আহসান হাবিব,নওশেদ হায়দার,রবিউল আলম,রিজিয়া পারভীন, এম জিন্নাহ ও ড.আনোয়ারুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসমাইল হোসেন খোন্দকার। শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শফিউল্লাহ। শুরুতেই বাংলাদেশ,যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশ করা হয়।স্মরন করা হয় ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের । অনুষ্ঠানে ফোবানা নেতৃবৃন্দ সিটি অব কলেজ পার্কের মেয়র ড. ফজলুল কবিরকে ক্রেস্ট প্রদান করেন।
শনিবার ২য় দিনের এ সম্মেলনে স্থানীয় শিল্পীরা অসাধারন সংগীত,নাচ ও ফ্যাশন শো প্রদর্শন করে সকলের প্রসংশা অর্জন করেছে। রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ ও মরিয়ম মারিয়ার সংগীতে হলভর্তি শ্রোতারা করতালি ও উল্লাস করে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো অংশ নিয়েছিলেন মাহিন সুজন,তানভীর হাসান,জনি,পলি সায়ন্থনি,জোহরা আলিম ও সামিউল খান।
রোববার সমাপনী দিনেও নাচ, গান, ফ্যাশন শো আর শুভেচ্ছা বক্তৃতায় সাজানো ছিল অনুষ্ঠানমালা। দেশ ও প্রবাসের সেরা শিল্পীদের সুরের মুর্ছনায় দর্শক-শ্রোতা ছিলেন বিমোহিত। তিনদিনব্যাপী আয়োজনে স্বতস্ফুর্তভাবে উপস্থিত থাকায় দর্শক-শ্রোতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোবানা নেতৃবৃন্দ। ভবিষ্যতে আরও ভাল কিছু করার প্রত্যাশা নিয়ে ভাঙ্গে এ মিলনমেলা।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।