মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক নারী শ্রমিক।
আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক নারী শ্রমিক নিহতসসহ আহত হয়েছে কমপক্ষে তিন জন। যদিও স্থানীয় শ্রমিকদের দাবি আহতের সংখ্যা হবে কমপক্ষে ২০ থেকে ২৫ জন।
জানা গেছে, নিহত নারী শ্রমিক মোছা. রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসেনর সহকারী সেলাই মেশিল অপারেটর হিসেবে কাজ করতে।
আশুলিয়া শিল্প পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ১০টার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তাঁর লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।