মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
আগামী জাতীয় নির্বাচন হবে ১৬ মাস, না ১৮ মাস, না ১২ মাস নাকি ৬ মাস পর সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার ওপর। এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফর খুবই সফল ও ঐতিহাসিক। তিনি জানান, সরকার গঠিত ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুতই এই আলোচনা হবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা