স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এ জয়ের ফলে বাংলাদেশ বিশ্বকাপে ১০ বছর পর জয়ের মুখ দেখল।
আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদশ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে স্কটিশ নারী ক্রিকেট দল। আর ১৬ রানের বহু কাঙ্খিত জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন রিতু মনি।
অন্যদিকে টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন সোবহানা। তাঁর ব্যাট থেকে মূল্যবান ৩৬ রান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রিতু মনি।