জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ শাসন করবে : ফজলুর রহমান
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নিতে হবে। আর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার দেশ পরিচালনা করবে।
গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ই হল সবশেষ কথা।
গত রোববার নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে তাঁর সম্মানে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এডভোকেট ফজলুর রহমান সাম্প্রতিক আলোচিত বিষয় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তন প্রসঙ্গে বলেন, কারও কথায় এই পরিবর্তন সম্ভব নয়, বরং ভোটের মাধ্যমে-জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এটি সম্ভব। অর্থাৎ কোন দল যদি নির্বাচনী ইশতেহারে বলে, আমরা এগুলো পরিবর্তন করতে চাই, আর জনগণ যদি তাদের দুই তৃতীয়াংশ আসেন নির্বাচিত করেন, তাহলেই সেটি সম্ভব। এর বাইরে কোন পরিবর্তন সম্ভব নয়।
ফজলুর রহমান বলেন, বিগত শেখ হাসিনা সরকারকে সতর্ক করে অতিরিক্ত বাড়াবাড়ি না করতে বলেছিলাম। তারা ভ্রুক্ষেপ করেননি। আজ আমার কথার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা শুধু নিজেই ডুবেননি, পঁচাত্তর বছরের রাজনৈতিক দলকে ডুবিয়েছেন। তিনি তাঁর মহান পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান নষ্ট করেছেন।
তিনি বলেন, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা বাংলাদেশে সবচেয়ে সম্মানীত নেত্রী। বর্তমানে বাংলাদেশে তাঁর ইমেজের ধারে কাছেও কোন রাজনীতিবিদ নেই বলে উল্লেখ করেন এডভোকেট ফজলুর রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, তিনি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড।
নিজেকে রাজনীতির ভাগ্য বিড়ম্বিত নেতা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, এতে আমার কোন আক্ষেপ নেই। পৃথিবীতে বহু রাজনৈতিক নেতার জীবনে এমনটি ঘটেছে।
এডভোকেট ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই তাঁর রাজনৈতিক আদর্শ। এর বাইরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
আগামী দিনে দেশ পরিচালনায় নীতি নির্ধারণী ভূমিকায় থাকবেন বলে কিশোরগঞ্জবাসীকে আশ্বস্ত করেন এই বিএনপি নেতা।
এডভোকেট ফজলুর রহমান কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন, কোন অবস্থাতেই এমন কোন কাজ আমি করবনা, যাতে কিশোরগঞ্জবাসীর সম্মানহানি হয়।তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য তিনি নিজ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়শনের প্রেসিডেন্ট মোহাম্মদ এবাদুল হকের সভাপতিত্বে ও উপদেষ্টা কামরুজ্জামান মুরাদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন এসোসিয়শনের বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারম্যান এ বি এম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান - বোর্ড অব ট্রাস্টি’ মুজিবুর রহমান দুলাল, প্রফেসর ড.মিজানুর রহমান, সদস্য বোর্ড অব ট্রাস্টি - বেলাল হোসেন, সাইদুর রহমান ডিউক,সাবেক অধ্যক্ষ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপদেষ্টা মনজুর হোসেন চুন্নু, আজিজুন্নাহার মুকুল ,ভাইস প্রেসিডেন্ট যুবায়ের আহমেদ রানা, সালাহ উদ্দিন,কিউ চৌধুরী রনু ,শামীম উদ্দিন নাসের প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম,কোষাধক্ষ বিশ্বজিৎ পাল, সহ সম্পাদক কামাল উদ্দিন, রফিকুল ইসলাম , মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া খান, সমাজ কল্যাণ সম্পাদক মো: মাহফুজুল হক,যুব বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাসরিনা চৌধুরী,কার্যকরী সদস্য লুবনা শারমিন মমি,ফারজানা ইসলাম, আবুল বাশার, তোফাজ্জল হোসেন, হানিফ সরকার,ওমর ফারুকসহ অনেকে।
সবশেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়ণ করা হয়।