মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। প্রতিদিনই ছুটে চলছেন দুই দলের দুই প্রার্থী।
ঘটনা ঘটেছে সোমবার ভোরে। সরকারি সূত্র জানিয়েছেন ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে একটি ড্রপ বাক্সকে লক্ষ্যবস্তু করা হয়। কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানক্যুভারে আরেকটি ড্রপ বাক্সে আগুন দেওয়া হয়।
অগ্নিসংযোগে ব্যবহার করা যন্ত্রগুলো ড্রপ বাক্সের বাইরে যুক্ত ছিল। পৃথক দুটো ঘটনাতেই তদন্তে জন্য ডাকা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) কে।
এই ঘটনার পর পুরো দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। কেউ বলছেন, এই হামলা সরাসরি গণতন্ত্রের ওপর হামলা।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির নির্বাচিত নিরীক্ষক গ্রেগ কিমসি বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। ভ্যানক্যুভার শহর ক্লার্ক কাউন্টির অন্তর্গত এবং এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।