বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
আগামী ৫ নভেম্বর হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের খবর জানতে বিশ্বের অধিকাংশ দেশের সেরা সাংবাদিকরা এখন অবস্থান করছেন দেশটিতে।
দেশটির ভোটাররাও প্রস্তুত তাদের পরের রাষ্ট্রপতি নির্বাচন করতে। এরই মধ্যে যতগুলো জরিপ হয়েছে এরসবগুলোতেই খুবই অল্প ব্যবধানে এগিয়ে রয়েছে দুই প্রার্থীই।
কমলার পক্ষে সমর্থন আছে সাবেক জনপ্রিয় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের। মূলত কমলাকে সমর্থন দিয়ে তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। সেই হিসেবে শুরুর দিকে কমলা কিছুটা এগিয়ে থাকলেও এখন পাল্লা প্রায় সমানে সমান।
জনপ্রিয় গণমাধ্যম এবিসি নিউজ জানার চেষ্টা করছে জনপ্রিয়তার মাঠে কে এগিয়ে? কমলা নাকি ট্রাম্প? সম্প্রতি প্রতিষ্ঠানটির এক জরিপে দেখা গেছে মাত্র এক শতাংশ কম সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্পের। ৪৮ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে খুবই সামান্য এগিয়ে আছে হ্যারিস।
গত কয়েকদিনে যতগুলো জরিপ হয়েছে তাতে ট্রাম্প ও হারিসের যে ব্যবধান তা আধা শতাংশেরও কম। যদিও টিভি বিতর্কে ভালোই এগিয়ে ছিলেন হারিস। তবে দিন যত কাছে আসছে ততই সমানে সমান হয়ে উঠছেন প্রার্থীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসি’র সহযোগি প্রতিষ্ঠান এবিসি নিউজ। এই গণমাধ্যমের জরিপগুলো বলছে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প খুবই কাছাকাছি অবস্থানে আছেন সুইং অঙ্গরাজ্যগুলোতে। নির্বাচন নিয়ে দীর্ঘ বছর কাজ করা সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন, জরিপের ফল যখন খুব কাছাকাছি থাকে তখন কে জিতবে এটা নিয়ে ভবিষ্যদ্ববাণী করা খুবই কঠিন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।