শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেই দলই আসুক না কেন , ইন্ডো প্যাসিফিক দিক দিয়ে বাংলাদেশ গুরুত্বপুর্ণ অবস্থায় আছে। ফলে বাংলাদেশের সাথে সম্পর্ক সুসংহত রাখবে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেই দলই আসুক না কেন , ইন্ডো প্যাসিফিক দিক দিয়ে বাংলাদেশ গুরুত্বপুর্ণ অবস্থায় আছে। ফলে বাংলাদেশের সাথে সম্পর্ক সুসংহত থাকবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বার্তা সংস্থা এএফপি এর সাবেক ব্যুরো চিফ শফিকুল আলম।
বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না। ড. ইউনুস এর সাথে রিপাবলিকান, ডেমোক্রেট দুই পার্টির সাথেই সুসম্পর্ক আছে। বাংলাদেশ সবসময়ই চাইবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক যাতে নতুন উচ্চতায় আমরা নিতে যেতে পারি। সেই চেষ্ট আমাদের এবং যুক্তরাষ্ট্রে সবসময়ই থাকবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।