শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছয় প্রার্থী লাড়াই করেছেন এবারের নির্বাচনে। স্টেট সিনেট ও প্রতিনিধি পরিষদ ডেমোক্রাট ও রিপাবলিকান দলের হয়ে এই প্রার্থীদের মধ্যে ৫ প্রার্থী রেকর্ড সৃষ্টি করে জিতেছেন।
মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান। সেখানে প্রথম মুসলিম নারী হিসেবে স্টেট সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম।
আরেক গুরুত্বপূর্ণ রাজ্য নিউজার্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নুরুন নবী। অন্যদিকে কানেকটিকাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে অনন্য রেকর্ড গড়েছেন মাসুদুর রহমান। এই চারজনই ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে জয় ছিনিয়ে নিয়েছেন। অপর দিকে নিউ হ্যাম্পশায়ারে ষষ্ঠবারের মতো রিপাবলিকান দলের টিকিটে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।