শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
২য় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার কিংস এ্যারেনায় ইনজুরি সময়ে পাপন সিং’র করা গোলে বাংলাদেশ জয়লাভ করে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর ১ম ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছিল।
শনিবার কিংস এ্যারেনা ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। আক্রমন পাল্টা আক্রমনে খেলা ছিল উত্তেজনায় পরিপূর্ণ। কিন্তু খেলার ২৩ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা ইব্রাহীম হোসেন ২য় ম্যাচেও গোল করে মালদ্বীপকে লিড এনে দেন।
তবে প্রথমার্ধেই খেলায় সমতা আনে বাংলাদেশ। খেলার ৪৩ মিনিটে মোরসালিনের বাড়ানো পাসে ঠান্ডা মাথায় মালদ্বীপের তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে পাঠান বাংলাদেশের মজিবর রহমান জনি।
প্রথম গোলের পর জয়ের আশায় বাংলাদেশ বেশ কয়েকটি জোরালো আক্রমন করে, তবে গোলের দেখা পায়নি।
১-১ সমতায় খেলা যখন শেষ হওয়ার দিকে ঠিক তখনই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে অসাধারণ গোল করে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে পাপন সিং। আর আনন্দে নেচে ওঠে কিংস এ্যারেনাসহ গোটা বাংলাদেশের মানুষ।
২০২৪ সালে আট ম্যাচ খেলে বাংলাদেশ দুটিতে জিতেছে। প্রথম জয়টি এসেছে ভুটানের বিপক্ষে। হেরেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, ভুটান, লেবানন (২ বার) ও মালদ্বীপের কাছে। বছরে বাংলাদেশ গোল করেছে ৩টি, আজই দুটি। ভুটানের সঙ্গে শেখ মোরছালিন করেন একটি গোল, আজ দুটি গোলের প্রথমটি একটি মজিবর রহমানের (জনি)।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।