নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অথচ একটু সচেতন হলেই এ কান্না থেকে বেঁচে যাওয়া সম্ভব।
এ বাস্তবতাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যামাইকার খলিল বিরিয়ানি’র পার্টি হলে। গুরুত্বপূর্ণ এ সভায় নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন।
নিরাপদ সড়ক চাই-নিসচা যুক্তরাষ্ট্র শাখা এই সচেতনতামুলক সভা’র আয়োজন করে।
নিসচা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মো: রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি।
সময়োপযোগী ও জনগুরুত্ব সম্পন্ন এই সভার আয়োজন করায় সকল বক্তাই সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন স্বপনের ভূঁয়সী প্রশংসা করেন।
এ সময় আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র দুটি দেশেই আমরা রাস্তায় চলার ক্ষেত্রে আইন মেনে চলার তোয়াক্কা করিনা। ফলে দুর্ঘটনায় পড়ে আমরা জীবনে চরম বিপদ ডেকে আনি।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর আইন যেমন দরকার, তেমনিভাবে আমরা পথচারী যারা আছি তাদেরকেও আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজে যেমন ট্রাফিক আইন মেনে চলব, সচেতন হব, তেমনিভাবে পরিবারের সবাইকে এ ব্যাপারে সচেতন করব। তবেই একটি ট্রাফিক বান্ধব সমাজ তথা দেশ গড়ে উঠবে। এর ফলে আমাদেরকে স্বজন হারানোর বেদানায় কাতর হত হবেনা। আমাদেরকে কারও বোঝা হয়ে জীবন কাটাতে হবেনা।
বাংলাদেশের প্রেক্ষিতে বক্তারা বলেন, ট্রাফিক পুলিশের উদাসীনতা, অনিয়ম, চালকদের লাইসেন্স না থাকা, আইনের তোয়াক্কা না করা, স্পিড লিমিট না মানা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও আইন না মেনে চলার প্রবণতা দেখা যায়। তারা উল্লেখ করেন ফুটপাথ থাকার পরও অধিকাংশ মানুষকে রাস্তার মাঝখান দিয়ে হাটতে দেখা যায়। সেটিকে সাধারণ মানুষ একটি নিয়ম হিসাবেও তৈরি করে ফেলেছেন-যা কোনভাবেই কাম্য নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে আলোচকরা বলেন, কার্য়কর আইন থাকার পরও বাংলাদেশিদের মধ্যে আইন ভঙ্গ করার প্রবণতা বেশি দেখা যায়। এগুলোর মধ্যে অবৈধ পার্কিং, স্পিড লিমিট না মানা এবং রাস্তা পারাপারের সময় সিগন্যাল না মানার প্রবণতার কথা তারা তুলে ধরেন। এ ব্যাপারে বক্তারা সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
আলোচনা সভায় সকল বক্তা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা চিত্র নায়ক ইলিয়াস কান্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিসচা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সচেতনতামুলক সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশি- আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক রাশেক মালিক, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, এডভোকেট নাসির উদ্দীন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী,মানিকগঞ্জ সমিতি ইউএসএ’র সভাপতি জিকরুল হাকিম,ট্রাফিক কর্মকর্তা( এনওয়াইপিডি) খান শওকত, কামরুজ্জামান কামরুল, সিরাজুল ইসলাম লিপন, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান বকুল, ইমরুল কায়েস, রিয়াজ আহমেদসহ অনেকে।
সমাপনী বক্তৃতায় নিসচা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপন তাঁর ডাকে সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার অংশ হিসাবে দুটি গানও পরিবেশন করেন।
সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।