শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
শুভেচ্ছা বক্তৃতা,টার্কিসহ নানারকম সুস্বাদু খাবারে ডিনার আর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে থ্যান্কস গিভিং ডে উদযাপন করেছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব(এবিপিস)। গত মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফমহলে আয়োজিত অনুষ্ঠানে মুলধারার রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্টগণসহ প্রেসক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।