বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে নিউইয়র্ক¯’ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে ২ শতাধিক নারী-পুরুষদের ফ্রি ব্লাড প্রেসার চেক-আপ ও রক্তচাপ সচেতনতা কর্মস‚চি অনুষ্ঠিত হয় রবিবার, ২৪ নভেম্বর বিকেলে। এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও কিংস কাউন্টি হাসপাতালের ফিজিশিয়ান অ্যাসোসিয়েট মশিউর রহমান মজুমদার।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ক্লাব প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান , ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ এর ব্লাড প্রেসার চেক-আপ এর মাধ্যমে।
মশিউর রহমান মজুমদার সেবা গ্রহণকারীদের উদ্দেশ্যে রক্তচাপের সমস্যা, তার প্রভাব এবং নিয়মিত চেক-আপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে মারাত্মক বিপদের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব, এবং এটি সহজে প্রতিরোধযোগ্য।
এসময় ব্লাড প্রেসার জনসচেতনতা, জটিলতা ও করণীয় বিষয়ে প্রকাশিত বিভিন্ন লিটারেচার প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়। কর্মস‚চি পালনে সার্বিক সহযোগীতা করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান জিলানী, কার্যকরী সদস্য লায়ন রানো নেওয়াজ, জয়েন্ট সেক্রেটারী লায়ন আনিসুল ইসলাম টনি, জয়েন্ট সেক্রেটারী লায়ন গোলাম এন হায়দার মুকুট, লায়ন এনামুল হক এনাম, লায়ন মফিজুর রহমান, লায়ন অনিক রাজ ও লায়ন এজাজুল ইসলাম নাঈম প্রম‚খ।
অনুষ্ঠানটি বিভিন্ন গুরুত্বপ‚র্ণ তথ্য ও পরামর্শ দিয়ে শেষ হয়, যা অংশগ্রহণকারীদের সু¯’ জীবনযাপন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।