ক্যালিফোর্নিয়ায় একদিনে করেনায় আক্রান্ত ১৫ হাজারের ও বেশি
রবিবার, ২২ নভেম্বর, ২০২০
করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে।
শনিবার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একদিনে ১৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এখানে মারা গেছেন ৬৬ জন। তবে শনিবার সবচেয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইলিয়ন অঙ্গরাজ্যে। এখানে মৃতের সংখ্যা ১২৬। নিউইয়র্কেও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এই অঙ্গরাজ্যে শনিবার মারা গেছেন ৬৪ জন। গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করেনায় আক্রান্ত হয়েছেন ১কোটি ২২ লাখ ৭১ হাজার মানুষ। আর মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২শ ৮২ জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।