বুধবার, ০৩ মার্চ, ২০২১
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নগরকান্দা পৌরসভার নব নির্বাচিত মেয়র নিমাই সরকারের স্ত্রী ও ছেলে গোবিন্দ চন্দ সরকারসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত অপরজন মেয়রের বন্ধু কামাল মাতুব্বর।
জানা যায় বুধবার রাত সাড়ে ৯টায় ভাঙ্গা- গোপালগঞ্জ বিশ্বরোডের কালিয়ামোড় এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগের নব নির্বাচিত পৌর মেয়র নিমাই সরকারের অবস্থা আশংকাজনক । তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কথা নিশ্চিত করে নগররান্দা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম জানান, আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি। অন্যদিকে আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, ঢাকা।