শনিবার, ৩১ জুলাই, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শফিউল বারী বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এই স্মরণসভা ও দোয়ার আয়োজন করে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তারিক চৌধুরী দীপুর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ মাকসুদুল হক চৌধুরী।
এ সময় সম্মানীত অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন । আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোক সভায় বক্তারা বলেন, মরহুম শফিউল বারী বাবু ছিলেন একজন সত্যিকারের জাতীয়তাবাদী নেতা। দল ও দেশের প্রতি তাঁর ভালবাসা ছিল অকৃত্রিম। তারা বলেন, তাঁর শূন্যস্হান পূরণ হবার নয়।
শোক সভা চলাকালীণ ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথীকা বিনতে হোসাইন। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ছিলেন দেশপ্রেমিক, গণতন্ত্রমনা একজন রাজনীতিবিদ। নিউইয়র্কে যারা এই স্মরণসভার আয়োজন করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে মরহুম শফিউল বারী বাবুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সবার মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।