শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১
বীর মুক্তিযোদ্ধা,ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করে শেখ কামাল স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব অডিটরিয়ামে শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি ডা.মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শেখ কামাল স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।
শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেয়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশণা সম্পাদক, সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।
আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, প্রয়াত শেখ কামালের বহুমূখী প্রতিভার কারণেই একাত্তরের পরাজিত শক্তি তাঁর প্রতি ইর্ষান্বিত ছিল। তাই তারা এ মহান নেতা, সংগঠককে বাঁচতে দেয়নি। পঁচাত্তুরের ১৫ আগস্টের খুনীরা প্রথমে তাঁকেই টার্গেট করে এবং হত্যা করে।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি বরাসত আলী, ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন,জনসংযোগ সম্পাদক কাজি কায়েস, অর্থ সম্পাদক মনসুর খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, প্রবীণ সদস্য শরাফ সরকার,সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাপ রাব্বানী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার ,ফরিদ আলম, কামরুজ্জামান মুরাদ, মাসুদুর রহমান, এ কে আলমগীর হোসেন,কানিজ ফাতেমা শাওন, আব্দুল হামিদ,মাহফুজ হায়দার, সাদেক শিবলী, সৈয়দ কিবরিয়া জামান, জাহিদ হাসান প্রমুখ।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।