শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১১ চ্যাম্পিয়ন কৃষ্ণা তিথির একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুইন্স প্যালেসে। শো টাইম মিউজিক এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে ও সম্মানে গাইলেন ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি। পিনপতন নিরবতায় গানটি শুনলেন উপস্থিত শ্রোতা। তারপর রবীন্দ্র, নজরুল, লালন আর সময়ের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মোহিত করেন এই জনপ্রিয় শিল্পী। ছিল দর্শকদের অনুরোধ। মাঝে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী বেবি নাজনীনের জনপ্রিয় গান তাঁর সঙ্গে গেয়ে দর্শকদের অন্যরকম আনন্দ দেন কৃষ্ণা তিথি।দর্শকরা নিজেদের ক্যামেরায় ছবি তুলে রাখেন দুই শিল্পীর যুগল গাওয়ার মুহুর্তটুকু।
একে একে শিল্পী প্রায় ২০টি গান গাইলেন।আয়রে মেঘ আয়রে গানটি দিয়েই শেষ করলেন তাঁর পরিবেশনা। গানে গানে প্রবাসে বাংলা মায়ের সংস্কৃতিকে তুলে ধরার জন্য দাঁড়িয়ে সম্মান জানালেন হলভর্তি দর্শকশ্রোতা।
উল্লেখ্য, নিউইয়র্কের এই জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ছোটবেলা থেকেই গানের ভক্ত। মাত্র সাড়ে তিন বছর বয়সে বাবা তাপস কুমার খাঁয়ের হাতে তাঁর সঙ্গীত সাধনার শুরু।স্কুল জীবন থেকে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা, নতুন কুঁড়িসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি।দেশে থাকাকালীণ তিনি দেশের অন্যতম সেরা সঙ্গীত প্রতিযোগিতা চ্যানেল আই সেরা কণ্ঠে চ্যাম্পিয়ন হন।
সঙ্গীতের ভূবনে আলোড়ন সৃস্টিকারী এই শিল্পী ২০১৪ সালে থেকে নিউইয়র্কে বসবাস করছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।