নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বেঙ্গলী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল লোক সঙ্গীত উৎসব। শনিবার ছুটির দিনে উৎসবে মানুষের ছিল উপচেপরা ভীড়।
বিশেষ করে সন্ধ্যায় যেন ডাইভারসিটি প্লাজায় তিল ধারণের জায়গা ছিলনা। দুপুরের কিছু পরে অসীম সাহার প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় লোক সঙ্গীত উৎসব।
এতে নিউইয়র্কের বিভিন্ন সঙ্গীত একাডেমী ছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা তাদের পারফর্ম করেন। ছিল আকর্ষণীয় নৃত্য। লোক সঙ্গীত উৎসবে যারা গান গেয়ে দর্শক শ্রোতার মন জয় করেন তারা হলেন রানো নেওয়াজ, শাহ মাহবুব, শেখ নীলিমা শশী, মিরা সিনহা, চন্দ্রা রায়, জোহরা আলিম, নির্জন ও অনিক রাজসহ অনেকে।
তবে আয়োজনের সেরা আকর্ষণ ছিলেন বিখ্যাত বাউল শিল্পী পবন দাস। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী মিমলু সেন। সন্ধ্যার পর পবন দাসের একের পর এক পরিবেশনা সবাইকে বিমোহিত করে।
সবশেষে ছিল যাত্রা’মেঘে ঢাকা তারা’র মন্চায়ন।
লোক সঙ্গীত উৎসবে প্রধান অতিথি ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো: এন মজুমদার,তরুন ডেমোক্রেট নেতা ও কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত বক্তৃতা করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্র নাথ রায়,বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ইউএসএ’র নির্সবাহী সম্পাদক লাবলু আনসারসহ অনেকে।
আয়োজনের প্রধান উপদেষ্টা ছিলেন শিতাংশু গুহ । উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা ভজন সরকার,খুরশীদ আনোয়ার বাবলু, বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল আমিন বাবু,সুবল দেবনাথ।
লোক সঙ্গীত উৎসবের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দীপক দাস ও সদস্য সচিব ছিলেন শিবলী ছাদেক।
অনুষ্ঠান পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন দীনেশ চন্দ্র মজুমদার ও সাংবাদিক তোফাজ্জল লিটন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।