বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথের দিন গোটা দেশেই উৎসবের আমেজ বিরাজ করে। শপথ নেয়া প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্যারেডে অংশ নেন।
উগ্র সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা করেই ক্ষান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জো বাইডেনের শপথের দিন সশস্ত্র বিক্ষোভের ডাক দেয়। ফলে বড় ধরণের সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ক্যাপিটল হিলসহ সারাদেশের পার্লামেন্ট ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়। বিশেষ করে শপথ অনুষ্ঠানস্থল ক্যাপিটল হিলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার উদ্যোগ নেয়া হয়। শুধু ক্যাপিটল হিলেই মোতায়েন করা হবে ১৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য। থাকবে সিটি, স্টেট ও ফেডারেল বাহিনীর সদস্যরা। নিরাপত্তার জন্য ইতিমধ্যেই ক্যাপিটল হিলে অবস্থান নিয়েছে ন্যাশনাল গার্ডের হাজার হাজার সদস্যরা। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, ক্যাপিটল হিলের ভিতরের করিডোর বা খোলা জায়গায় তাদের কেউ ঘুমাচ্ছেন, কেউবা বিশ্রাম নিচ্ছেন, কেউবা বসে আছেন। এমনকি একটি ভিডিওতে দেখা যায় ক্যাপিটল হিলের করিডোরের দুই পাশে ঘুমন্ত ন্যাশনাল গার্ডের সদস্যদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন
আইন প্রণেতারা। সব মিলিয়ে বলা যায়, এমন দৃশ্যের সাথে যুক্তরাষ্ট্রবাসী পরিচিত নয়। খোদ রাজধানীর নিরাপত্তার জন্য এমন মহা আয়োজন চোখে পড়ার মতই। এটি অবশ্যই ব্যতিক্রম।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ক্যাপিটল হিলের খোলা জায়গায় শপথ গ্রহন করবেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।