শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
সিনেটে ম্যাজরিটি লিডার চাক শুমার বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাশ হওয়া অভিশংসন নিয়ে সিনেটে বিতর্ক শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি। কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যাবিনেট সদস্যদের অনুমোদন নিয়ে কংগ্রেসএখন খুব ব্যস্ত সময় পার করছে।
অন্যদিকে সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, রিপাবলিকানরা একসাথে দুটি বিতর্কে অংশ নিতে চাননা। তিনি আপাতত বাইডেনের ক্যাবিনেটের অনুমোদন নেওয়াটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে চাক শুমার তা মেনে নেওয়ায় এক বিবৃতিতে মিচ ক্যানকনেল সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে হাউজ স্পীকার ন্যান্সী পলেসী বলেছেন, আগামী সোমবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাশ হওয়া অভিশংসন সংক্রান্ত আর্টিক্যাল সিনেটে পাঠানো হবে। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁকে অভিশংসন করে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ।
অভিশংসন সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে হয়। ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে হাউজ অভিশংসন পাশ করলেও সিনেটে পাশ হওয়ার আগেই তিনি (ডোনাল্ড ট্রাম্প) সাবেক হয়ে যান। তবুও আইন প্রণেতারা সেটি সিনেটে পাশ করাতে চান যাতে ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে লড়তে না পারেন।
উল্লেখ্য, নির্বাচনে পরাজয়ের পর বেশ কয়েকবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।