মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১
মঙ্গলবারের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে এক ব্রিফিং এ তথ্য জানান ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমুলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবারের মধ্যে ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি।
উল্লেখ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টকশোতে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তৃতা দেন। এতে নারী অধিকারকর্মীরা তাঁর পদত্যাগ দাবি করেন।
অন্যদিকে, ঢালিউডের এক নায়িকার সঙ্গে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের অশ্লীল অডিও রেকর্ড ফাঁস হলে চারদিকে নিন্দার ঝড় ওঠে। সবকিছু মিলিয়ে সোমবার রাতে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের নির্দেশ এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, ঢাকা।