শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত রোববার নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব এবং জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন আয়োজিত ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নেন বিপুল সংখ্যক ভোটার। আয়োজকরা জানান প্রায় ৩শ’র কাছাকাছি ভোটার তাদের নাম রেরিস্ট্রশন করিয়েছেন।
ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের ফাঁকে ফাঁকে এর উপকারিতা তুলে ধরেন নিউ অ্যামেরিকান ডেমোক্রিক ক্লাব, উইমেন ফোরাম, ইয়ূথ ফোরাম এবং জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন’র নেতারা। তারা বলেন, যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার সুসংহত করলে হলে ভোট প্রদান করতে হবে। আর ভোট প্রদানের জন্য আগে ভোটার হিসাবে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা বলেন,আমরা সাধারণ মানুষকেই সেই ব্যাপারটাই বুঝানোর চেষ্টা করছি। আয়োজকরা বলেন, ভোটাররা আমাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন এবং আমরা এতে আনন্দিত। তারা বলেন, প্রায় ৩শ’র কাছাকাছি ভোটার তাদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন।
ভোটার রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধকরন বক্তৃতা করেন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম, উইমেন ফোরামের পরিচালক অধ্যাপিকা হুছনে আরা,রিনা সাহা, সালমা ফেরদৌস, ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট শাহ ফারুক, আনজাম সিদ্দিকীসহ অনেকে।
এদিকে, আয়োজকরা জানিয়েছেন, আগামী রোববারও একই জায়গায় অনুষ্ঠিত হবে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।