মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
ওয়াল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে রোববার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১হাজার ৭শ ৯৪ জন। আগের দিনের তুলনায় সংখ্যাটি প্রায় ১২শ কম।
এমনকি সিএনএন’র তথ্যমতে রোববারও দেশটিতে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৯ হাজারের উপর। এই সংখ্যা হাসপাতালের ষষ্ঠ সর্বোচ্চ। এমতাবস্থায় এফডিএ’র সাবেক একজন সাবেক পরিচালক সিএনএনকে বলেছেন, আমাদের ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া দ্রুততর করতে হবে। এই প্রক্রিয়াকে আরও জোরদার করতে হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৭শ ৭১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৪শ ৬১ জন(ওযাল্ডোমিটার)।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।