রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
মাত্র ২৪ টেস্ট খেলে ১০০ উইকেট শিকার করে বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট উইকেট লাভকারী খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন মেহেদি হাসান মিরাজ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের মোজলেকে আউট করে তিনি এ গৌরব অর্জন করেন।
এর আগে টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুত শত উইকেট লাভ করেছিলেন তাইজুল ইসলাম। তিনি এ মাইলফলক ছুঁতে ২৫ টি টেস্ট খেলেছিলেন।
সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট পেয়ে বেজায় খুশি মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাটিংয়েও আরও উন্নতি করতে চান। তবে মনে করিয়ে দেন, বোলার হিসেবেই তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন।
২৮ টেস্ট খেলে ১০০ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। এর আগে ৩৩ টেস্ট খেলে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন মোহাম্মদ রফিক।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, ঢাকা।