মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক ফরিদ আলমের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ সমাবেশ করেছে নিউইয়র্কের সাংবাদিক সমাজ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দোষী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল অনুষ্ঠান বর্জন করব।
উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক ফরিদ আলমের একটি প্রশ্নকে কেন্দ্র করে আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী তাঁর দিকে তেড়ে আসেন। এ সময় কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। উপস্থিত সাংবিদকরা তখন ফরিদ আলমকে ঘিরে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিক সম্মেলনে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেন। তারা ঘটনার সময় আওয়ামীলীগ নেতাদের যথাযথ ভূমিকা না রাখারও সমালোচনা করেন।
এদিকে সাংবাদিক ফরিদ আলম বলেছেন, তিনি আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলও জানিয়েছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি সম্পাদক আবু তাহের, সাংবাদিক তাসের মাহমুদ, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া জিকু,সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মনোয়ারুল ইসলাম,প্রথম আলোর রওশন হক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক মনজুর হোসেন, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরন,মীর ওয়াজেদ এ শিবলী, রিজু মোহাম্মদ, সাজ্জাদ হোসেন, মো: সালাহ উদ্দিন, এমদাদ হোসেনসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবুদ্দীন সাগর।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।