বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
দেশের সকল বিভাগীয় শহরে বিমানবন্দর আছে, শুধুমাত্র ময়মনসিংহে নেই। আর তাই এই বিভাগীয় শহরে একটি বিমানবন্দর নির্মাণ এখন সময়ের দাবি।
আমিনুল হক শামীম বলেন, দেশের প্রতিটি জেলায় বিশেষ অর্থনৈতিক জোন আছে, কিন্তু আমাদের জেলায় নেই। খুব শীঘ্রই বিনিয়োগবান্ধব এই সরকার ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক জোন তৈরির উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রের ভাই এই ব্যবসায়ী নেতা।
তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ক্ষেত্রে ময়মনসিংহের অভাবনীয় উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন আমিনুল হক শামীম। বেশ কয়েকটি নতুন প্রজেক্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শহরের পুরাতন রেল স্টেশনের পাশে কেওয়াটখালীতে একটি ঝুলন্ত ব্রীজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে, খুব শীঘ্রই এ ব্যাপারে টেন্ডার আহবান করবে সরকার। এছাড়া ময়মনসিংহের হাসপাতালগুলোতে বাজেট বাড়িয়ে দিয়ে জনগণের সেবার মান বাড়ানোর উদ্যোগ ও নেয়া হয়েছে বলে জানিয়েছেন আমিনুল হক শামীম। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ প্রদানেও সরকার ময়মনসিংহকে অগ্রাধিকার দিয়েছে।
এ সময় ময়মনসিংহ জিলা সমিতি ইউএসএ’র প্রধান উপদেষ্টা শরাফ সরকার বলেন, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসন থেকে মো: আমিনুল হক শামীমকে মনোনয়ন দেয়া হোক। কারণ করোনা মোকাবেলা ও সহায়তায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন যা শহরবাসী জানেন। তিনি বলেন, ময়মনসিংহের উন্নয়নের জন্য তিনি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তাই জনবান্ধব এ নেতার মূল্যায়ণ হোক এটাই আমরা চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।
এ সময় ময়মনসিংহ জিলা সমিতি ইউএসএ’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম সিদ্দিকুর রহমান,সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রভাস চক্রবর্ত্তী,আশরাফুল ইসলাম কাজল, ইমরুল কায়েসসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।