মঙ্গলবার, ০২ নভেম্বর, ২০২১
সোমবার শেষ হলো নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের মেলা, নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২১। শেষ দিনে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরষ্কারে ভূষিত করা হয় বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে।
২৮ অক্টোবর নিউইয়র্কের লাগুর্ডিয়া ম্যারিয়টে হোটেলে শুরু হয় নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২১। ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। তবে বাকী ৪দিন মেলা বসে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। আর প্রতিদিন মেলায় ছিল বইপ্রেমী মানুষের উপচে পরা ভীড়। ৫ দিনের আয়োজনে ছিল লেখক- পাঠক আড্ডা, ছিল কবিতা পাঠের আসর, ছিল বই নিয়ে আলোচনা, ছিল নাচ, ছিল সঙ্গীতানুষ্ঠান। এ যেন ছিল সব শ্রেণী-পেশার মানুষের এক মিলন মেলা।
একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায় বলেন, দেশ থেকে আসা ও নিউইয়র্কে বসবাসকারী লেখক, সাহিত্যিক, প্রকাশক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী -পেশার পাঠকের পদচারণায় এবারের বইমেলা ছিল খুবই প্রাণবন্ত। বিশেষ করে গতবছর করোনার জন্য মেলাটি না হওয়ায় সবাই অনেকটাই হতাশ ছিলেন। এবারের সফল আয়োজন সব হতাশা দূর করে দিয়েছে বলে মনে করেন এই গুণী শিল্পী।
৩০ বছর ধরে আয়োজিত এই মেলা আমাদের অহংকারের প্রতীক। নিউইয়র্ক বইমেলা আয়োজনে সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সুধীজনেরা।
আয়োজকরা জানান, ধারণার চেয়ে অনেক বেশী বই বিক্রি হয়েছে এবারের বইমেলায়। তারা বলেন, বই বিক্রির রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত বইমেলায়।
সমাপনী দিনে আগামী নিউইয়র্ক বইমেলার আহবায়ক হিসাবে গোলাম ফারুক ভূইয়ার নাম ঘোষণা করা হয়। মেলায় শ্রেষ্ঠ স্টলের মর্যাদা লাভ করে অনন্যা প্রকাশনী।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।