মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
পুলিশের জেরায় নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন নিহত চলচিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল। অভিনেত্রী শিমুর লাশ সনাক্তের পর প্রয়াত অভিনেত্রীর স্বামীকে তার বন্ধু ফরহাদ হোসেনসহ সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, হত্যাকান্ডে ব্যবহৃত গাড়িসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গত রোববার অভিনেত্রীর পরিবার তাঁর নিঁখোজ হওয়ার পর কলাবাগান থানায় একটি জিডি করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগন্জ থেকে বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটিকে অভিনেত্রী শিমুর লাশ বলে সনাক্ত করেন।
এদিকে হত্যাকান্ড নিয়ে একটি পক্ষ তাঁর সুনাম নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নায়ক জায়েদ খান। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে । তিনি এর তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
তবে নিহত অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর পরিবারের কেউ জায়েদ খানের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি।
উল্লেখ্য, অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের পর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারানো শিল্পীদের একটি অংশ নায়ক জায়েদ খানের দিকে অভিযোগের তীর দাগেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানের সঙ্গে নিহত অভিনেত্রীর মনোমালিন্য হয়েছিল।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।