মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, সঙ্গীত পরিচালক পার্থগুপ্ত গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,নিউইয়র্কে আমার ১৭ বছরের পরিচ্ছন্ন জীবনে শাহ নেওয়াজ কলংক লাগিয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে পার্থগুপ্ত জানান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজের দুটি হোম কেয়ার,গোল্ডেন এইজ হোম কেয়ার ও বেঙ্গল হোম কেয়ার ইন্ক’র ব্যবসায়িক অংশীদার হিসাবে আমি তাঁর হাতে সব মিলিয়ে ৭৬ হাজার ডলার তুলে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রতি মোতাবেক কোম্পানীতে তাঁকে পদ না দেওয়া, লভ্যাংশ কম দেওয়া, পিপিপি লোন পাওয়ার পরও তাঁর কাছে গোপন করার মত বিভিন্ন অভিযোগ করেন পার্থ। আর এসব থেকেই গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে এবং পরবর্তীতে এই ব্যবসা থেকে সরে যাওয়ার ব্যাপারে মনস্থির করেন বলে জানান পার্থগুপ্ত।
এরই ধারাবাহিকতায় গত বছরের ১০সেপ্টেম্বর রাত ১টা ২৯ মিনিটে আমার ব্যবসায়িক অংশীদার শাহ নেওয়াজ আমার বিরুদ্ধে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টেমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ণ বউলভার্ড-১১৫ এলাকার পুলিশের কাছে জীবননাশের হুমকির অভিযোগ দায়ের করেন।
পার্থগুপ্ত বলেন, অভিযোগে তিনি উল্লেখ করেন করেন আমি নাকি তাঁকে মুঠোফোনে এই সম্বলিত লিখিত বার্তা দিয়েছি। পার্থ জানান, শাহ নেওয়াজ আরও অভিযোগ করেন, একই বছরের ২৯ আগস্ট অনুষ্ঠেয় একটি পথমেলায় আমি আমার কয়েকজন সঙ্গীসহ তাঁকে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়েছি। পরবর্তীতে এসব অভিযোগে দায়েরকৃত মামলায় কোন সত্যতা না পেয়ে নিউইয়র্কের একটি ফৌজদারি আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি খারিজ করে দেন। এতে সত্যের জয় হয়েছে বলে উল্লেখ করেন পার্থগুপ্ত।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পার্থগুপ্ত তিনি বলেন, আমি আইনজীবীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরবর্তীতে তিনি বিডিইয়র্ককে জানান, তিনি শাহ নেওয়াজের বিরুদ্ধে মানহানীর মামলা করতে যাচ্ছেন।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক,নিউইয়র্ক।