সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে এ তথ্য জানিয়ে জুলিয়ানীর আশু সুস্থতা কামনা করেন।
করোনার শুরু থেকে জুলিয়ানী কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেননি। অতি সম্প্রতি জর্জিয়া, এরিজোনা, পেনসেলভেনিয়ায় নির্বাচনী শুনানীর সময় বা বিরতিতে তিনি অন্যদের সাথে করমর্দন, কোলাকুলি এবং ছবি উঠাতে ব্যস্ত সময় পার করেন। তখন অধিকাংশ সময় তাঁকে মাস্কবিহীন দেখা যায়।
৭৬ বছর বয়স্ক রুডি জুলিয়ানীর করোনা আক্রান্ত হওয়াকে অতি ঝুকিপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।