আগেই থেকে বলা হয়েছিল, শুক্রবার এফডিএ প্রধান ড. স্টিফেন হ্যান এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। তবে তিনি কিছুটা ভেবে চিন্তে, সময় নিয়ে জরুরী ভিত্তিতে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেন।
ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে এফডিএ প্রধানকে হোয়াইট হাউজের চীফ অব স্টাফ কর্তৃক চাপ প্রয়োগের খবর পাওয়া যায়। তবে এফডিএ প্রধান স্টিফেন হ্যান তা অস্বীকার করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এফডিএ কে ধীরগতির কচ্ছপ বলে কটাক্ষ করে টুইট করেন। অবশ্য অনুমোদনের পর প্রেসিডেন্ট ট্রাম্প ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তা ব্যবহারের কথা জানান।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী এলেক্স অ্যাজর শুক্রবার সকালে বলেছিলেন, অনুমোদনের সঙ্গে সঙ্গে তাঁর টিম ফাইজারের সঙ্গে কাজ শুরু করবে। তাঁর ইচ্ছা,দ্রুততম সময়ের মধ্যে গণটীকাদান কর্মসূচি শুরু করা।
কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের শেষ নাগাদ ৬০ লাখ ডোজ অর্থাৎ ৩০ লাখ মানুষকে টিকা প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া ফাইজারের টিকা ইতিমধ্যেই যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরব অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৬১ লক্ষ। আর মারা গেছেন তিন লাখ মানুষ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।