সোমবার, ১১ অক্টোবর, ২০২১
একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার,নাট্য নির্দেশক ইনামুল হক আর নেই। সোমবার বিকাল ৪টায় তিনি বেইলি রোড়ের নিজ বাসায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
ইনামুল হকের জামাতা লিটু আনাম জানান, তাঁর শ্বশুরের কোন অসুস্থতা ছিলনা। তিনি বাসায় চেয়ারে বসা অবস্থাতেই মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইনামুল হকের পুরো পরিবার নাটকের সঙ্গে জড়িত। তাঁর স্ত্রী লাকী ইনাম স্বনামধন্য নাট্যাভিনেত্রী। তাঁর দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক। দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম।
ইনামুল হক ১৯৪৩ সালের ২৯ যে মে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।