বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)’র নয়া কার্যকরী কমিটি দায়িত্ব শুরু করেছে। ১৮ জানুয়ারি বিদায়ী কমিটির কাছ থেকে রেজ্যুলেশন বইসহ যাবতীয় হিসাব বুঝে নেন নয়া কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
ক্লাবের নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত প্রমুখ। উল্লেখ্য, এ দু’জনই নয়া কমিটির নির্বাহী সদস্য। উল্লেখ্য, এবিপিসির গঠনতন্ত্র অনুযায়ী রাশেদ আহমেদ এবং আবুল কাশেমের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব শুরু করার সময় সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন। শীঘ্রই তারা ব্যাপক আয়োজনে অভিষেক-উৎসব করার পরিকল্পনার কথা জানান। এ সময় বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ এবং বস্টনে কর্মরত প্রতাপ চন্দ্র শীলকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
বিশেষ দুয়েকজনের কারণে যেসব সদস্য বিভ্রান্ত হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয় ন্যায়-নিষ্ঠতার স্বার্থে তারা যেন মূলধারায় ফিরে আসেন। আর যারা ক্লাবের সদস্য ফি ফেরৎ চেয়েছেন তাদের জন্যে এবিপিসির দরজা চিরতরে বন্ধই থাকবে। কারণ, তারা এবিপিসির গঠনতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শনে কখনোই সক্ষম হননি বলে নয়া কমিটির এ সভায় সকলে মন্তব্য করেছেন। এ সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এবিপিসির সকল কার্যকরী কমিটির সভায় সাধারণ সদস্যরাও উপস্থিত হতে পারবেন। এছাড়া, সকল অনুষ্ঠানে বিশেষ সম্মানীত অতিথির আসন অলংকৃত করবেন বীর মুক্তিযোদ্ধাগণ।
বিডিইয়র্ক প্রতিবেদক, নিউইয়র্ক।