বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহানায়িকা সুচিত্রা সেনের স্মরণে দুইদিনব্যাপী সুতিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে মোমবাতি প্রজ্বলেনর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সুচিত্রা মেমোরিয়াল ইউএসএ’র আহবায়ক গোপাল স্যান্যাল। তিনি বলেন, মহানায়িকা সুচিত্রা সেনের স্মরণে আয়োজিত এই উৎসবে আপনাদের সরব উপস্থিতি প্রয়াত মহান শিল্পীর প্রতি আপনাদের গভীর ভালবাসার বহি:প্রকাশ। গোপাল স্যান্যাল বলেন, মহানায়িকার স্মৃতি সংরক্ষণে সম্ভব সবকিছুই করব আমরা।
এ সময় বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকী আগামী আয়োজনে সুতিত্রা সেনের পরিবারের অন্তত একজনকে অতিথি করার উদ্যোগ নিতে সুচিত্রা মেমোরিয়াল’র কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এছাড়া সুচিত্রা সেনের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন, সুচিত্রা মেমোরিয়ালের প্রধান উপদেষ্টা সাংবাদিক ফজলুর রহমান, মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমেদ, রেখা আহমেদ, নাসির আলী খান পল, অধ্যাপিকা হুসনে আরা,ড. বিশ্বজিত রায়,যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু,বাংলাদেশ ক্লাব, যুক্তরাষ্ট্রের সভাপতি নূরুল আমিন বাবু,স্বীকৃতি বড়ুয়া,জি এইচ আরজু, আব্দুল হামিদ, সাদেক শিবলীসহ অনেকে।
প্রথম দিনে মহা নায়িকার একটি ছবি প্রদর্শিত হয়। বৃহষ্পতিবার সন্ধ্যায় আরও দুটি ছবি প্রদর্শিত হবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।