বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় অভিযুক্ত ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টা পরে ঢাকার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আল মামুন এ রায় প্রদান করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক,আনোয়ার আলম ওরফে ভাগিনা শহীদ,সালেহীন ওরফে সালাউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু। এর মধ্যে দুজন কারাগারে আছেন এবং অন্য দুজন পলাতক।
বুধবার আসামী আনোয়ার আলম ও মিজানুর রহমানের উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় প্রদান করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে। পরদিন তাঁর ভাই মন্জুর কবির হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদ থাইল্যান্ডে উন্নত চিকিৎসা নেওয়ার পর বেশ সুস্থ হয়ে ওঠেন। তবে একই বছরে তিনি জার্মানি যান এবং ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। পরে তাঁর মামলাটি হ্ত্যা মামলায় রূপান্তরিত হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।