নিউইয়র্ক বইমেলায় মুক্তধারা- জেএফপি সাহিত্য পুরষ্কার পেয়েছেন কবি আসাদ চৌধুরী
সোমবার, ১৭ জুলাই, ২০২৩
.
এ বছর নিউইয়র্ক বইমেলার মুক্তধারা-জেএফপি সাহিত্য পুরষ্কার পেয়েছেন কবি আসাদ চৌধুরী। অন্যদিকে চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরষ্কার পেয়েছে যৌথভাবে নালন্দা ও কথা প্রকাশ।
মেলার ৩য় দিন-রোববার সন্ধ্যায় জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার অডিটরিয়ামে বইমেলা কর্তৃপক্ষ এ পুরষ্কার ঘোষণা দেন।
কবি আসাদ চৌধুরীর পক্ষে পুরষ্কার তথা সম্মাননা ক্রেস্ট ও তিন হাজার ডলার প্রাইজমানি গ্রহণ করেন তাঁর সহধর্মিনী সাহানা চৌধুরী ও কন্যা নুসরাত জাহান চৌধুরী।
নিউইয়র্বক বইমেলা কর্তৃপক্ষের পক্ষে পুরষ্কার তুলে বইমেলার আহবায়ক ড. আব্দুন নূর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, গবেষক ও বিজ্ঞানী ড. নূরুন নবী,ডা. জিয়াউদ্দিন আহমেদসহ অন্যরা।
অন্যদিকে বিজয়ী প্রকাশনা সংস্থার নাম ঘোষণা করেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। তিনি নালন্দা ও কথা প্রকাশ’র কর্ণধারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০০ ডলার করে প্রাইজমানি তুলে দেন।
এ সময় উপস্থিত সংখ্যক দর্শক-শ্রোতা তাদের অভিনন্দন জানান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।